top of page

ষষ্ঠ শ্রেণি

class 6.jpg
  • দি সরকার'স একাডেমির  ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল কোর্স গুলো নতুন কারিকুলাম অনুযায়ী সাজানো হয়েছে। 

  • প্রতিটি ক্লাস দেড় ঘন্টা ব্যাপী  অনুষ্ঠিত হয়। মাসে প্রায় ৩০ টির বেশী ক্লাস অনুষ্ঠিত হয়৷ 

  • প্রতিটি ক্লাস শেষে ওয়েবসাইট থেকে সাজানো গোছানো নোট সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা৷ 

  • এছাড়াও প্রতিটি ক্লাসের রেকর্ড ভার্সন ওয়েবসাইট থেকে যতখুশি ততোবার দেখার সুযোগ। 

  • একই সাথে সম্পূর্ণ ফ্রিতে কেবল দি সরকার'স একাডেমিই দিচ্ছে অফলাইন ক্লাস এবং অফলাইন ক্লাসের সুবিধা। 

  • গণিত,ইংরেজি, বিজ্ঞান, আইসিটির জটিল সব টপিকগুলোর সহজ শর্টকাট সমাধান ভিডিও পাওয়া যাবে ওয়েবসাইটে।

  • সবচেয়ে স্বল্প খরচে মনোরম পরিবেশ সম্পূর্ণ আধুনিক ক্লাস রুমে ক্লাস করার সুযোগ। 

  •  সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার মাধ্যমে নিজেকে শতভাগ যাচাই এর সুযোগ। 

  • দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কাছে ক্লাস করার সুযোগ। 

  • একাডেমিক কোর্সের পাশাপাশিই এডমিশন গাইডলাইন প্রদান করা হয়

bottom of page